স্টাফ রিপোর্টার মোঃ ঝুটন মিয়া (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জ অষ্টগ্রাম হাওড়অঞ্চল উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের ( বি আর ডি পি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে জাকির হোসেন মুকুল সভাপতি। ও সহ সভাপতি আনোয়ার হোসেন (আনা) নির্বাচিত হন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত অষ্টগ্রাম কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের আওতাভুক্ত তিন বছর মেয়াদী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯ ডিসেম্বর বুধবার অষ্টগ্রাম উপজেলার পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয়ের হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আগামী তিন বছরের জন্য বেসরকারিভাবে নির্বাচিত হন। জানা যায় গত ০২/১০/ ২০২২ তারিখে কমিটির মেয়াদ শেষ হলে দীর্ঘদিন পর্যন্ত এডহক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। পরে ০৬/১১/২৪ তারিখে তফসিল ঘোষণা করা হয় ১৮/১২/২০২৪ নির্বাচনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃদিলশাদ জাহান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রিপন মিয়া সহ উপজেলার সকল সরকারি কর্মকর্তাগণ ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র সকল নেতৃবৃন্দ সাংবাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।