• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

বরিশালে পুজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেত্রী শিরিন, শুভেচ্ছা বিনিময়।

বরিশাল জেলা প্রতিনিধি মাসুম শিকদার।।
Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

 

বরিশাল জেলা প্রতিনিধি মাসুম শিকদার।

শারদীয় দুর্গোৎসবে বরিশাল নগরীর ফলপট্টিসহ বিভিন্ন পুজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন। নবমীর দিন অর্থাৎ শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীনসহ কর্মী-সমর্থকদের সাথে নিয়ে সাবেক এমপি শিরিন শহরের বিভিন্ন পুজামন্ডপ পরির্দশন করেন।ফলপট্টির বাসিন্দা বিএনপি নেতা আলমগীর হোসেন এবং মানিক বরিশালটাইমসকে জানান, তাদের নেত্রী শিরিন ফলপট্টির পুজামণ্ডপ পরিদর্শনকালে জেলা, মহানগর, সদর উপজেলা ও ইউনিয়নপর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এবং তাদের উপস্থিতিতে নেত্রী শারদীয় উৎসব উপলক্ষে হিন্দু ধর্ম্বাবলম্বী ও এই সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

এসময় সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবুসহ অনেকে উপস্থিত ছিলেন।জানা গেছে, এছাড়াও বিএনপি নেত্রী শহরের আরও কয়েকটি পুজামণ্ডপ পরিদর্শন করেছেন।’


এ বিভাগের আরও সংবাদ