• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৯ অপরাহ্ন

দুমকিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত  

দুমকি প্রতিনিধি  সৈয়দ আতিকুল ইসলাম ll
Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

দুমকি প্রতিনিধি  সৈয়দ আতিকুল ইসলাম l

পটুয়াখালীর দুমকিতে ৯ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা- গড়বে আগামির শুদ্ধতা” এ প্রতিপাদ্যে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির  আয়োজনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ৯ টায় এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও র‍্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা দুমকি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ জাকির হোসেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবদুল কুদ্দুস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন, মহিলা বিষয়ক  কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগম, পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহম্মেদ কবির হাওলাদার প্রেস ক্লাব দুমকির সভাপতি হারুন অর রশীদ প্রমূখ।এসময় আরও  উপস্থিত ছিলেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আবুল হোসেন, মোঃ জসিম উদ্দিন, উপজেলা  মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।এছাড়াও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক শিক্ষার্থীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ