• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন

মিথ্যা বানোয়াট অভিযোগ থেকে অব্যাহিত পাবার প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দল ঢাকা বরাবর ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেলিন মুক্তার লিখিত আবেদন।

নিজস্ব প্রতিবেদক দৈনিক যায়যায় বেলা।
Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক দৈনিক যায়যায় বেলা।

বরাবর,,সভানেত্রী / সাধারন সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দল ঢাকা বিষয়– মিথ্যা বানোয়াট অভিযোগ থেকে অব্যাহিত পাবার প্রসঙ্গে।জনাব, বিনিত নিবেদন আমি নিম্ন সাক্ষকারি শারমিন লেলিন মুক্তা ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ বানোয়াট তথ্য অভিযোগ আমি নাকি চাঁদা বাজি করেছি দলের শ্রখলা ভঙ্গ করেছি আমার জানা মতে আমি কোন চাদাবাজি ও দলের শ্রখলা ভঙ্গ করিনি আমার বিরুদ্ধে আনিহিত অভিযোগ সম্পুন মিথ্যা ও আমি ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী ও কেন্দ্রীয় সহ সভানেত্রী জেবা আমিন আল গাজির রাজনৈতিক প্রতিহিংসার স্বিকার আমার বিরুদ্ধে যদি কোন সত্যি কারের অভিযোগ থাকে যাহা সু স্পষ্ট আমার সামনে বলবে তা হলে আমি আপনাদের দেওয়া শাস্তি মাথা পেতে নেবো আপনাদের প্রতি আমার এতটুক বলা ঝালকাঠি জেলা বি এন পি আহবায়ক / সদস্য সচিব সচিব এদের কাছে৷ তথ্য নিন আমি রাজনৈতিক পরিস্থিতি প্রতিহিংসার স্বিকার অতএব,, জনাবের নিকট আমার আকুল আবেদন ঝালকাঠির সর্ব অঙ্গ সংগঠন ও জেলা বি এন পির কাছে আমার সর্ব বিষয়ে তথ্য নিয়ে আমার বহিষ্কার আদেশ বিবেচনা করা হয় জনাবের নিকট মর্জি হন ।বিনিত নিবেদন শারমিন লেলিন মুক্তা ( সাংগঠনিক সম্পাদক) ঝালকাঠি জেলা মহিলা দল ০১৬৫০২০১৩১৯


এ বিভাগের আরও সংবাদ