• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন

থানচিতে নব নিযুক্ত জেলা পরিষদ সদস্য খামলাই বলিপাড়া বাজার পরিদর্শন।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।
Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

থানচি (বান্দরবান) প্রতিনিধি।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের নেত্রী স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর স্থানীয় সরকার কাঠামো ভেঙে দেয়ার পরবর্তী সময়ে বান্দরবান জেলা পরিষদ পুর্নগঠিত করা হয়েছে।শুক্রবার দুপুরে বান্দরবান জেলা পরিষদের নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক দায়িত্ব প্রাপ্ত সদস্য খামলাই ম্রো বলিপাড়া বাজার অগ্নিনির্বাপক ঝুঁকি স্থান সমূহ ও অন্যান্য সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের পরিদর্শন করেন। এসময় বাজার পরিচালনা কমিটি সভাপতি মোঃ সেলিমুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক বুলবুল পালিত, কোষাধ্যক্ষ সোনাতন বড়ুয়া সহ বাজার পরিচালনা কমিটি, গণ্যমান্য ও ব্যবসায়ী সদস্যগণ উপস্থিত ছিলেন।পরিদর্শন শেষে জেলা পরিষদ নব নিযুক্ত মৎস্য ও পর্যটন ব্যবস্থাপনা বিষয়ক সদস্য বলেন, সবেমাত্র নিয়োগ পেয়েছি, থানচি উপজেলার উন্নয়নের জন্য সর্বাত্মক সহযোগিতা থাকবে। বলিপাড়া বাজার অগ্নিনির্বাপক ঝুঁকি সমস্যা ছিল তা অতি শীঘ্রই সমাধান করা হবে।


এ বিভাগের আরও সংবাদ