• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের চকরিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাকের হোসেন(২০) নামের এক যুবক নিহত হয়েছে।আজ ৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৪টার দিকে উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কাপাড়ার সাতঘর এলাকায় এ ঘটনা ঘটেছে।নিহত জাকের হোসেন স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল কাদেরের ছেলে পেশায় মাছ ব্যবসায়ী বলে জানা গেছে ।প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আনিস জানান, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে পশ্চিম ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে মাটিতে পড়ে চটপট করা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় জাকিরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাকের হোসেনকে মৃত ঘোষণা করে। জাকের হোসেনের শরিরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছুরিকাঘাতের কারনে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।নিহতের পিতা আবদুল কাদের বলেন, আমার ছেলে বা আমার সাথে কারো সাথে বিরোধ নেই। কে বা কারা আমার ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে তা আমি এই মুহূর্তে বলতে পারছি না। তার ছেলের হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তিনি।এদিকে ঘটনার পরপরই চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম রকিব উর রাজা ও থানার ওসি (তদন্ত) মোঃ ইয়াসিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।চকরিয়া থানার ওসি (তদন্ত) মোঃ ইয়াসিন মিয়া বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়েজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ