• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

দৈনিক যায় যায়, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

দৈনিক যায় যায়, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহীর মোহনপুর উপজেলায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টা,সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।প্রস্তুতি সভায় নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)জোবাইদা সুলতানা, কৃষিবিদ এম,এ,আ: মান্নান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার, উপজেলা ত্রান ও দূর্যোগ কর্মকর্তা (পিআইও) তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: খন্দকার সাগর আহমেদ,উপ- সহকারী প্রকৌশলী রবিইল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, সমবায় কর্মকর্তা আনিছা দেলোয়ারা আঞ্জু, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল জব্বার, মোহনপুর পল্লী বিদ্যুৎ ডিজিএম মেহেদী হাসান,মোহনপুর রাকাব ব্যবস্হাপক ছলিম উদ্দিন, সহ উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মোহনপুর উপজেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ,মোহনপুর বাংলাদেশ জামায়াত ইসলামী উপদেষ্টা ও আমির মাওয়ালানা অধ্যাপক জিএম আব্দুল আওয়াল, সহ জামায়াতী নেতৃবৃন্দ,বীর মুক্তি যোদ্ধা ও সাবেক কমন্ডার সিদ্দিকুর রহমান,সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও উপজেলা বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।উপজেলা ইউপি প্যানেল চেয়ারম্যান, গণমাধ্যম কর্মীরা সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠিত সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সকল ধর্মীয় উপসনায়লে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। প্রতি বছরের ন্যায় দিবসের সূচনা এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন দলীয় নেতা-কর্মীদের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।


এ বিভাগের আরও সংবাদ