• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

গোমস্তাপুরে পুজা মন্ডপ পরিদর্শন করলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতারা

মোঃশাহিন চাঁপাইনবাবগঞ্জ 
Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

 

মোঃশাহিন চাঁপাইনবাবগঞ্জ

শারদীয় দুর্গাপুজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপির নেতারা। এসময় পূজা মন্ডপ পরিদর্শনের পাশাপাশি দূর্গা উৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তারা।

 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যার পরে পূজা মন্ডপ পরিদর্শন কালে তারা পূজা কমিটির সদস্যদের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন। পূজা পালনে যেন কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য সকলকে অনুরোধ করেন তারা। সেই সাথে উপস্থিত নেতারা বলেন, ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। এই পুজার মর্মার্থ হতে শিক্ষা নিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে ধর্ম বর্ণ নিবিশেষে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করতে হবে বলে তারা জানান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা বিএনপি (সদস্য সচিব) নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তোকি,

বিএনপি নেতা ও সাবেক মেয়র তারিক আহমেদ, রহনপুর পৌরসভা বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন,যুবনেতা, সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ,মাহবুব বাদশা,ছাত্রনেতা মুরসালিন প্রমূখসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।


এ বিভাগের আরও সংবাদ