বরিশাল জেলা প্রতিনিধি মাসুম শিকদার।
বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত উপাধ্যক্ষ অধ্যাপক ফাতেমা হেরেনের যোগদান ঠেকাতে প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন একদল শিক্ষার্থী।
তিনি যোগদান করতে আসছেন– এমন খবরে গতকাল বুধবার শিক্ষার্থীরা অধ্যক্ষসহ কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা দেন। তার পদায়ন আদেশ বাতিল না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলে জানান শিক্ষার্থীরা।
ফাতেমার পদায়ন বাতিলের দাবিতে গত ৬ আগস্ট থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ফাতেমা গণঅভ্যুত্থান বিরোধী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিরোধিতা করেছিলেন।
আন্দোলনে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মো. মহসীন উদ্দিন বলেন, ফাতেমা হেরেন কলেজের আগের কর্মস্থল (ইতিহাস বিভাগের প্রধান) থেকে অবমুক্ত হয়ে উপাধ্যক্ষ পদে যোগ দেবেন– এমন খবর তাদের কাছে রয়েছে। এ জন্য তারা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন। তাঁকে কলেজ থেকে বিদায় না করা পর্যন্ত তালা খোলা হবে না।
একই কথা বলেছেন প্রাণিবিদ্যা বিভাগের আবু বকর, ইসলামিক স্টাডিজ বিভাগের মো. শাওন, বাংলা বিভাগের আকবর মবিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বায়জিদ বোস্তামি।
তবে অধ্যাপক ফাতেমা বলছেন, কয়েকজন সিনিয়রকে টপকে তাঁকে উপাধ্যক্ষ করাই কাল হয়েছে। সহকর্মীরা আন্দোলনে ইন্ধন দিচ্ছেন। এ প্রসঙ্গে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা তাঁর কাছে এসে দাবির বিষয়টি জানিয়েছেন। পরে তারা কর্মকর্তা-কর্মচারীদের বের করে প্রশানিক ভবনে তালা ঝুলিয়ে দেন।
অধ্যক্ষ জানান, উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিতে বুধবার ড. ফাতেমার ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান থেকে অবমুক্ত হওয়ার তারিখ ছিল। কিন্তু তিনি উপাধ্যক্ষ পদে যোগদান করেননি;যোগাযোগও করেননি।