• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

ঝালকাঠিতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি উদ্যোগে সশস্ত্র দিবস পালিত। 

মোঃ মোল্লা শাওন।।
Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।

(২১ শে নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যা ৮ টায় ঝালকাঠি প্রেসক্লাব হল রুমে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। এসময়উপস্থিত ছিলেন প্রধান অতিথি আশরাফুর রহমান জেলা প্রশাসক ঝালকাঠি। বিশেষ অতিথি লে,কর্নেল মোঃ সাজ্জাদ হোসাইন, পিএমসি আর্মি ক্যাম্প কমান্ডার ঝালকাঠি। উজ্জল কুমার রায়, পুলিশ সুপার ঝালকাঠি। মোহাম্মদ মহিতুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ঝালকাঠি। ফারহানা ইয়াসমিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝালকাঠি। প্রদীপ চন্দ্র দত্ত, জেলা কমান্ডার আনসারও বিডিপি ঝালকাঠি। মোহাম্মদ মনিরুজ্জামান অফিসার ইনচার সদর থানা ঝালকাঠি। ডা,জাহিদ হাসান মেডিকেল ডিসপেন্সারি সশস্ত্র বাহিনী ঝালকাঠি। মোঃ সাইদুর রহমান সেন্টু, বিশেষ উপদেষ্টা অসকস ঝালকাঠি। সিনিয়ার ওরেন্ট অফিসার মোঃ সাখাওয়াত হোসেন উপদেষ্টা অসকস ঝালকাঠি। সিনিয়র ওরেন্ট অফিসার মোঃ কামরুজ্জামান উপদেষ্টা অসকস ঝালকাঠি। সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাওলাদার মোহাম্মদ কেরামত আলী, ঝালকাঠি অসকস ঝালকাঠি। ওয়ারেন্ট অফিসার ফিরোজ আহম্মদ উপজেলা অসকস ঝালকাঠি। সভাপতিত্ব করেন কর্পোরাল অব: মোঃ সেলিম হাওলাদার (সিএমপি) অসকস ঝালকাঠি। সঞ্চালনায় সার্জেন্ট অব:মোহাম্মদ নাজমুল আহসান সাধারণ সম্পাদক অসকস ঝালকাঠি। সার্জেন্ট অব: মোহাম্মদ আলী হোসেন সাধারণ সম্পাধক অসকস সদর উপজেলা ঝালকাঠি। সার্বিক সহযোগিতায় ল্যাং কর্পোরাল মুজিবর রহমান পিরু অসকস ঝালকাঠি। সার্জেন্ট অব হেলাল উদ্দিন ও আ: হালিম প্রমুখ। , ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর দায়িত্ববোধ, ধৈর্য ও দেশপ্রেম সাধারণ মানুষের প্রশংসা অর্জন করেছে। সশস্ত্র বাহিনীর সদস্যগণ সর্বদা রাষ্ট্র ও নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনীর গৌরব। দেশের স্বাধীনতাসংগ্রাম থেকে শুরু করে বন্যা, খরা, ঝড়, বৃষ্টি, ঘূর্ণিঝড়সহ সব প্রাকৃতিক দুর্যোগে সশস্ত্র বাহিনী দুর্গত জনগণের শেষ ভরসার স্থান এই বাহিনী । বরাবরের মতো এবারও দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সশস্ত্র বাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। এই বাহিনীর সদস্যগন অসরের পরেও তরা থেমে নেই। সমগ্র বাংলাদেশ ব্যাপী অবসরপ্রপ্ত সশস্ত্র বাহিনী সোসাইটির মাধ্যমে মানুষের কল্যাণে এগিয়ে আসে।


এ বিভাগের আরও সংবাদ