• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

গণশুনানি: জেলা প্রশাসকের কার্যালয়ে জনদুর্ভোগের সমাধানে উদ্যোগ।

মোঃ মোল্লা শাওন।।
Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।আজ, ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ঝালকাঠির সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান-এর কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই গণশুনানিতে বিভিন্ন স্তরের সাধারণ জনগণ তাদের নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। জনাব আশরাফুর রহমান উপস্থিত থেকে জনগণের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।গণশুনানিতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, সরকারি সেবা প্রাপ্তিতে সুবিধা নিশ্চিতকরণ, এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে জেলা প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন জেলা প্রশাসক। গণশুনানিতে আসা ব্যক্তিরা জেলা প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতি বুধবার এই গণশুনানির আয়োজন করা হয় এবং এ ধরণের কার্যক্রম জনসাধারণের সাথে জেলা প্রশাসনের নিবিড় যোগাযোগ এবং তাদের কল্যাণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।


এ বিভাগের আরও সংবাদ