• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:১৩ অপরাহ্ন

আশা’র পক্ষ থেকে দরিদ্র শীতার্তদের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধি।।

দরিদ্র সুবিধা বঞ্চিত অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য কম্বল হস্তান্তর করেছে আত্মনির্ভরশীল ঋণদানকারী বেসরকারি সংস্থা আশা। সংস্থাটির পক্ষ থেকে ফরিদপুর জেলা প্রশাসকের হাতে কম্বল তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। (২৭ নভেম্বর) বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লার হাতে অসহায় শীতার্ত মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে ৪ শত ৫০ টি কম্বল হস্তান্তর করে আশা’র কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবীর, সিনিয়র সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দবির উদ্দিন, আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক, ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ ফজলুল হক, সিনিয়র রিজিওনাল ম্যানেজার প্রতাপ কুমার দাস, সিনিয়র অডিটর মোঃ জলিল সরদার, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, এমএসএমই ম্যানেজার বিদ্যুৎ কুমার রাহা, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জামাল ঠাকুর, শিখা দত্ত প্রমুখ। আশা’র ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিক জানান, প্রতিবছরের মতো এই বছরও আশা সংস্থার পক্ষ থেকে অসহায় মানুষের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়েছে। আশাকরি শীতার্তদের কিছুটা হলেও শীতের কষ্ট লাঘব হবে। সামাজিক কর্মসুচির অংশ হিসেবে আমরা এবারও জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৪ শত ৫০ টি কম্বল হস্তান্তর করি। যাহা শীতার্তদের মাঝে বিতরণ করা হবে।


এ বিভাগের আরও সংবাদ