• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

বরিশালে বিএনপির কার্যালয় ভাঙচুর: ৪ দিনের রিমান্ডে মঈন আব্দুল্লাহ।

বরিশাল জেলা প্রতিনিধি মাসুম শিকদার।।
Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বরিশাল জেলা প্রতিনিধি মাসুম শিকদার।।

পৃথক দুই মামলায় বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে ও কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঈন আব্দুল্লাহর দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বরিশালে বিএনপির শোক মিছিলে হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়।আজ রোববার বিকেল ৪টায় বরিশাল মেট্রোপলিটন আদালতের বিচারক নূরুল আমিন এ আদেশ দেন। এ ছাড়াও আরও দুটি পৃথক মামলায় তাঁকে (শোন অ্যারেস্ট) গ্রেপ্তার দেখানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের জিআরও এসআই এনামুল হক। তিনি জানান, দুই মামলার দুই তদন্তকারী কর্মকর্তা ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। বিচারক দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়।বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানিয়েছেন, নগরীর চৌমাথা এলাকায় বিএনপির শোক মিছিলে হামলা ও নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি মামলা করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার। ওই দুই মামলায় আজ মঈন আব্দুল্লাহকে রিমান্ড দেওয়া হয়েছে।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট লস্কর নূরুল হক জানান, জামিনের জন্য আবেদন করা হয়েছিল। আদালত দুই পক্ষের যুক্তিতর্ক শুনে দু-দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে। পরবর্তী তারিখে জামিনের আবেদন করা হবে।এর আগে গত ২৩ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে মঈন আব্দুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা আছে।মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তাঁর বাবা বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

 

 


এ বিভাগের আরও সংবাদ