মোঃ মনির হোসেন বেনাপোল প্রতিনিধি।
যশোরের শার্শায় এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার২২নভেম্বর রাত ১০টার সময় কায়বা ইউনিয়ানের রাড়িপুকুর এলাকা থেকে তাদের দুইজনকে আটক করা হয়।আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার কৃষ্ণপুর গ্রামের মৃত আবু সামা সরদারের ছেলে জাকির হোসেন (৩০) ও একই গ্রামের লুৎফর রহমানের ছেলে হারুন আর রশিদ (৩৮)।পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই হামিদুর রহমান ও এএসআই আবু সাঈদসহ পুলিশের একটি চৌকস টিম শার্শা উপজেলা থানাধীন রাড়িপুকুর থেকে সোনাতনকাটীগামী পাঁকা রাস্তার ছোটপুল নামক স্থানে একটি ব্যাগের মধ্যে থেকে ১ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ঐ দুইজনকে হাতেনাতে আটক করেন।শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।