কাইথাং খুমী থানচি (বান্দরবান) প্রতিনিধি
“এসো আমরা উপাসনালয় গিয়ে প্রার্থনা করি” এই প্রতিপাদ্যকে নিয়ে বান্দরবানের থানচিতে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর বার্ষিক মিটিং ও ধর্মপল্লীর পর্ব উদযাপন করা হয়েছ।শুক্রবার (২২ নভেম্বর) সকালে নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো বার্ষিক মিটিং ও ধর্মপল্লীর পর্ব উদযাপন। বৃহস্পতিবার শুরু হয় বার্ষিক মিটিং তিনদিনের কর্মসূচির শেষে ধর্মপল্লীর পর্ব উদযাপন শেষ হয়। শোএসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ধর্ম প্রদেশপাল আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার শীতল হিউবার্ড রোজারিও সিএসসি। উপস্থিত ছিলেন, শান্তি রাজ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার নিকোলাস নকক্রেক সিএসসি, সহকারী পাল পুরোহিত ফাদার সমির পিটার ডি রোজারিও সিএসসি, সিস্টার হাউজ সুপারিয়র সিস্টার রোজ সুলেখা চাম্বুগং আরএমডিএম, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র হাইস্কুলে প্রধান শিক্ষক সিস্টার বেনেডিক্টা পেরেরা আরএমডিএম প্রমুখ।এছাড়া নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লীর অন্তর্ভুক্ত মন্ডলীর অধীনে পাড়া কারবারি, শিক্ষক ও সাধারণ খ্রিষ্ট ভক্ত উপস্থিত ছিলেন।