• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:৩৬ পূর্বাহ্ন

বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন 

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি:
Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

মোহাম্মদ লাল মিয়া (জাহিদ), নীলফামারী প্রতিনিধি। ঐতিহ্যবাহী বাংলাদেশ প্রেস ক্লাবের নীলফামারী জেলার জলঢাকা উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী কমিটির এক তলবি সভায় দৈনিক ভোরের সময় সিনিয়র রিপোর্টার গোলাম রব্বানীর ডলার আহ্বায়ক ও দৈনিক আশ্রয় প্রতিদিন জলঢাকা প্রতিনিধি মোঃ তাহমিদুর রহমান মিলন সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।এর আগে সভায় বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান আগের কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়।  তলবি সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলার বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও দেশ টিভি নীলফামারী জেলা প্রতিনিধি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক হামিদার রহমান দৈনিক লাখো কণ্ঠ জেলা প্রতিনিধি সহ নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।গঠিত আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- দৈনিক নওরোজ পত্রিকার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম মানিক, দৈনিক মানব বাতা প্রতিনিধি মোঃ জিকরুল হক, দৈনিক নব চেতনা প্রতিনিধির মোঃ মনিরুজ্জামান মিলন পাটোয়ারী, দৈনিক মানবাধিকার প্রতিদিন প্রতিনিধি মোঃ খোকনুজ্জামান খোকন, দৈনিক আধুনিক সংবাদ প্রতিনিধি মোঃ শাহিনুর রহমান, দৈনিক পরিবেশ প্রতিনিধি মোঃ আশিকুজ্জামান আশিক, সাপ্তাহিক রংপুর চিকলি প্রতিনিধি মোঃ সাদ্দাম হোসেন।আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।এদিকে তলবি সভা শেষে বাংলাদেশ প্রেসক্লাব মিলনায়তনে নীলফামারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে নীলফামারী জেলার সাংবাদিক ও বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।


এ বিভাগের আরও সংবাদ