• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

মধুপুরে সরকার নির্ধারিত মুল্যের অধিক পণ্য বিক্রি করায় জরিমানা 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল
Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল।

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন জলছত্র পঁচিশ মাইল বাজার মনিটরিং করেছেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সোমবার(১৮ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলার জলছত্র হাটে বাজার মনিটরিং করা হয়। এ সময় মূল্যতালিকা প্রদর্শন, মেমো, ভাউচার, চালানের কপি সংরক্ষণ, সরকার নির্ধারিত হারের অধিক মূল্যে পণ্য বিক্রয় থেকে বিরত থাকা ইত্যাদি বিষয়ে দোকানীদের সতর্ক ও সচেতন করা হয়। পাশাপাশি পঁচিশমাইল মহাসড়ক ঘেঁষে দোকান স্থাপনাকারীদের অবিলম্বে দোকান তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দুর্গন্ধময় নোংরা রেফ্রিজারেটর খাবার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন না করা ইত্যাদি অপরাধে মধুপুর বাসস্ট্যান্ডে অবস্থিত আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন এসআই রিয়াদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।


এ বিভাগের আরও সংবাদ