আবদুল হামিদ চকরিয়া উপজেলা।।
মসজিদ ভিত্তিক ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষা সম্প্রসারণ করার লক্ষে ৯নং ওয়ার্ড মজিদিয়া মাদ্রাসা পাড়া বায়তুন নুর জামে মসজিদের ফোরকানিয়ার ছাত্র/ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উপস্থিত ছিলেন নূরানী কাফেলার সহ সভাপতি অত্র মসজিদের সভাপতি মোঃ আব্দুল হামিদ,নূরানী কাফেলা সাধারণ সম্পাদক মোঃ এহছানুল হক,নূরানী কাফেলার সদস্য মৌলানা নুরুল কবির,ও মসজিদের পেশ ইমাম মৌলানা হাফেজ রিফাতুল ইসলাম উপস্থিত ছিলেন।ছেলে মেয়েদেরকে মাখরাজ, তাশাহুদ,দরুদ শরিফ,দোয়া মাসুরা দোয়া কুনুত ও বিভিন্ন দোয়া মুখস্থ করার উপর পুরস্কার দেওয়া হয়।উপস্থিত অতিথিবৃন্দ বলেন মসজিদ ভিত্তিক ফোরকানিয়া ছাড়া সমাজ পরিবর্তন ও আদর্শিক নাগরিক তৈরি এবং একজন মানুষকে ধর্মীয় জ্ঞান এই ফোরকানিয়াতেই দেওয়া হয়, সুতরাং প্রত্যেক মসজিদ কমিটিকে ফোরকানিয়াকে আরো বেশি গুরুত্ব দিতে হবে।নূরানী কাফেলার এই সুন্দর আয়োজনের জন্য পরিচালনা কমিটি কে ধন্যবাদ জানান এবং সামনে আরো বড় পরিসরে এবং প্রত্যেক মসজিদে এই আয়োজন করার জন্য পরামর্শ দেন।