• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

জমকালো আয়োজনের মাধ্যমে হোসেনপুর জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত-(সিজন১) ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। 

মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:
Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি।।সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন,জনকল্যাণ সমিতির উদ্যোগে,১৫(নভেম্বর)শুক্রবার দুপুর ২:৩০ মিনিটে জমকালো আয়োজনের মাধ্যমে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।উদ্বোধনী খেলায় যে দুইটি দল অংশগ্রহণ করেন,হোসেনপুর জনকল্যাণ সমিতি(বনাম)আল রাফি স্মৃতি সংসদ।উদ্বোধনী খেলায় হোসেনপুর জনকল্যাণ সমিতির সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায়,আল রাফি স্মৃতি সংসদ ২২রানে জয়লাভ করে।উক্ত খেলায় আলহাজ্ব মোঃ আব্দুল হাই সাহেবের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আলহাজ্ব বজলুর রহমান (সিআইপি)।এ সময় আলহাজ্ব বজলুর রহমান বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই এবং তরুণ প্রজন্মকে মাদক ছেড়ে খেলাধুলায় আসার আহ্বান জানান।


এ বিভাগের আরও সংবাদ