• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

আওয়ামী লীগের ক্ষমতায় কাঠালিয়া উপজেলায় ১ কোটি ৫০ লক্ষ টাকার সেতুতে নির্মুমানের কাজসহ একাধিক অভিযোগে স্থানীয়রা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদার পলাতক সেতুর রিলিং ভাঙচুর।

রাজিব খান কাঠালিয়া।।
Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

রাজিব খান কাঠালিয়া।।ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ৪ নং সদর ইউনিআন ৪নং ওয়ার্ড উত্তর আনাইলবুনিয়া গ্রামে চান্দের হাটবাজারে একটি সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে কাজে বাধা দিয়েছেন স্থানীয়রা।মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ঢালাই চলাকালী অবস্থায় নির্মাণ কাজে বাধা দেন স্থানীয় জনগণ। ফলে বন্ধ রয়েছে সেতুটির নির্মাণ কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ অক্টোবর দাসের খালের উপার সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর চলমান ছিল।৪৮মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লক্ষ টাকা। নির্মাণাধীন এই সেতু কাঁঠালিয়া উপজেলায়। ডিস্ট্রিক্ট ঝালকাঠি ID NO 542434047) ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম M/S এম .টি. বিল্ডার্সপ্রোপাইটার ঝালকাঠি জেলা যুবলীগ নেতা মোঃ কামাল শরীফ,ঝালকাঠি সদর ঝালকাঠিস্থানীয়দের অভিযোগ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কামাল শরীফ জেলা যুবলীগের ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম এর মাধ্যমে ব্রিজের নির্মাণ কাজ করে আসছেন এমনকি সেতুর এস্টিমিডি সাইড রিলিঙ্গের হাতায় ৪টি করে রট ধরা থাকলেও রড দিচ্ছে ক্ষমতার অপব্যবহার করে ৩ পিস করে রড দিয়েছে এবং ঢালাইতে করেছে বিভিন্ন অনিয়ম স্থানীয়রা আরো জানিয়েছেন ৩টি করে রিং ধরা থাকলেও দিচ্ছে ১টি করে।সেতুতে কাঠের সেন্টারিং ধরা থাকলেও সেখানে ব্যবহার করা হয়েছে সুপারি গাছ এই অনিয়মের বিষয় জানার জন্য কাঠালিয়া থানা ইঞ্জিনিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহারিত মুঠোফোন বন্ধ পাওয়া যায় এজন্য সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি। অফিস সহকারীর মোঃ জাকির হাওলাদারের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিক ও স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে গেলে সাইট কন্ট্রাকটার ও রাজমিস্ত্রিরা রড কম দেয়া হয়েছে এ বিষয়ে স্বীকার করে স্থানীয়দের চাপের মুখে ঢালাই ভেঙে নতুন করে কাজ করার আশ্বাস দিয়েছেন। এবং তাৎক্ষণিক সাইট রেলিং ভাঙতে দেখা যায়।স্থানীয় একাধিক সচেতন মহল দৈনিক যায়যায় বেলা কে জানিয়েছেন ঝালকাঠি জেলা যুবলীগ নেতা, কামাল শরীফ,ও ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মধু, ক্ষমতার অপব্যবহার করে আইন কানুনের তোয়াক্কা না করে থানা ইঞ্জিনিয়ার কে ম্যানেজ করে নিজেদের ইচ্ছে মতন কাজ করেছে কেহ বাধা দিতে গেলে চাঁদাবাজি মামলা দিবে বলে বিভিন্ন ভয় দেখিয়ে সাধারণ মানুষকে দূরে রাখত।স্থানীয়দের দাবি কাজের অনিয়ম ও দুর্নীতির সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। উল্লেখিত অভিযোগের বিষয় যুবলীগ নেতা কামাল শরীফ, ও জেলা ছাত্রলীগের নেতা আব্দুল্লাহ আল মধু, বিভিন্ন মামলায় পলাতক থাকার কারণে সাক্ষাৎকার নেয়া সম্ভব হয়নি এবং তাদের মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। কার নেতৃত্বে কাজ চলমান আছে এখন পর্যন্ত জানা যায়নি তথ্য অনুসন্ধান চলমান রয়েছে।


এ বিভাগের আরও সংবাদ