• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

ঝালকাঠিতে মা ইলিশ চুরি বন্ধ করতে গিয়ে জেলে সমিতির সভাপতিসহ হামলার শিকার ৩

মোঃ মোল্লা শাওন।।
Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির পোনাবালিয়ায় অসাধু জেলে কর্তৃক মা ইলিশ চুরি করে ধরতে নিষেধ করায় হামলার শিকার হয়েছেন জেলে সমিতির সভাপতি সহ ৩ জন। ১ নভেম্বর ঝালকাঠি সদর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের আতাকাঠি গ্রামের বেল্লাল হোসেন কাজির ছেলে মোঃ রাকিব কাজি। বিবাদীরা হলেন, ওই এলাকার রব মৃধার পুত্র মোঃ সোহাগ মৃধা, সুলতান ফকিরের ছেলে মোঃ বনি ফকির, সোহরব হোসেনের পুত্র তকদির হোসেন, আবুল গাজীর পুত্র মোঃ রাব্বি গাজী, আব্দুর রহমানের পুত্র ওরম ফারুক, সুলতান ফকির এর পুত্র লোকমান ফকির, ও দেউলী গ্রামের বুরজুক ফরাজির পুত্র শাহিন ফরাজী।অভিযোগ উল্লেখ করা হয়, ৩১ অক্টোবর সন্ধ্যায় বিবাদীরা ইলিশ মাছ ধরার অবরোধের সময় মা ইলিশ চুরি করে ধরার জন্য নদীতে জাল ফেলে। তখন বিবাদীদের নদীতে জাল দিয়ে মাছ ধরতে বাধা দেয় বিবাদী ও ভুক্তভোগীরা। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয় বাদী শর নানা জেলে সমিতির ৬ নং ওয়ার্ডের সভাপতি আলকাচ এর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে হামলা থেকে রক্ষা করতে আসা ডালিম বেপারী, রাব্বির ও রাকিব ও হামলার শিকার হয় এসময় স্বাক্ষীগণ ঘটনাস্থলে আসলে বিবাদীরা হুমকি-ধমকি দিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। আহত আলকাচ, ডালিম বেপারী ও রাকিব ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছেন।ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এ বিভাগের আরও সংবাদ