মোঃ মোল্লা শাওন।।নিখোঁজ সংবাদ ঝালকাঠি কলেজ রোডের মোঃ রাজিব হাসান রাজু পিতাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন,গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে সুমন নামের এক ব্যক্তির সাথে মটরসাইকেলে যোগে পূজা দেখার উদ্দেশ্যে বরিশাল রওনা হয়।রাত ১১,৩০ মিনিটের সময় তাঁর স্ত্রীর সাথে কথা হয়। তাঁর স্ত্রী সেলিনা দৈনিক যায়যায় বেলাকে জানান আমার স্বামীকে রাত ১১,৩০ মিনিটের সময় ফোন দিলে রাজিব জানান আমি ঝালকাঠির গোরস্থান রোডের সুমনের সাথে বরিশালে পূজা দেখতে এসেছি,আমি বাসায় আসতেছি,এই কথা বলার পরে আর তাঁর ফোনে কল ডুকেনা এবং ফোন বন্ধ পাওয়া যায়। এর পরে সকল আত্মীয় স্বজনদের বাড়িতে ফোনে ফোনে যোগাযোগ করলে কোনো সন্ধ্যান পাওয়া যায়নি।এ বিষয়ে রাজিব হাসান রাজুর মা, বাদী হয়ে গতকাল নাম ও মোবাইল নাম্বার সহ ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। অপর দিকে সুমনকে জিজ্ঞাসা করলে সুমন এক এক সময় একএক কথা বলছেন বলে তাঁর পরিবার জানান। সুমন থানায় জিডির কথা শুনেই গাঁ ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একটি গোপন সূত্রে জানা যায় রাজুর স্ত্রী সেলিনার সাথে গোরস্থান রোডের সুমনের সাথে পরকীয়া চলমান ছিল কিন্তু এমন তথ্য কতটুকু সত্য সঠিক এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। জানার চেষ্টা চলছে। কিন্তু রাজুর পরিবার ও বন্ধু মহল থেকে রাজুর রাজুর মিসিং এর বিষয় রহস্যজনক মনে হচ্ছে।যদি কোনো ব্যক্তি এই রাজিব হাসান রাজুকে কোথাও দেখতে পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।01714340214-01712993534-