• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

বাউফলে বিএনপি নেতা গ্রেফতার!

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।।পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া ইউনিয়নের বগি তুলতলা এলাকায় জেলেদের উপর হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম এমদাদকে (৫৫) গ্রেফতার করা হয়েছে। ০৮.১০.২৪ইং তারিখ রোজ মঙ্গলবার দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের পৌর শহরের বাসভবন থেকে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করে।গত ৫অক্টোবর ৩০ হাজার টাকা চাঁদা না পেয়ে বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদের ছেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিজভির নেতৃত্বে ২৫-৩০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে  হামলা চালিয়ে জাফর, মনির ও দেলোয়ারসহ কয়েকজন জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় মনির হোসেন বাদি হয়ে ওই দিন রাতে বাউফল থানায় ২৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বিএনপি নেতা মঞ্জুরুল আলম এমদাদকে ২ নম্বর আসামী করা হয়। গ্রেফতারকৃত এমদাদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেনের অনুসারি বলে জানা গেছে। অবশ্য উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ দাবী করেন, মঞ্জুরুল আলম এমদাদকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় আসামী করা হয়েছে। তিনি চাঁদাবাজির সঙ্গে জড়িত নন।

বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই বিএনপি নেতাকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়েছে।

 

 


এ বিভাগের আরও সংবাদ