• রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

রাজশাহী মোহনপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস এর আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:-
Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:

রাজশাহী মোহনপুর উপজেলায় শনিবার ০২ ( নভেম্বর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে যথাযোগ্য মর্যাদায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস- ২০২৪ উদযাপিত হয়। উক্ত দিবসে যথারীতি জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি শেষে,প্রতিপাদ্য:উপজেলা সমবায় অফিসার,আনিছা দেলোয়ারা আঞ্জু’র সভাপতিত্বে: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বৈষম্যহীন বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা সুযোগ্য সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন, মোহনপুর থানার তদন্ত (ওসি) আছের আলী,এছাড়া উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলার বিভিন্ন পত্রিকার ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। সভায় উপস্থিত মোহনপুর উপজেলার সমবায় দপ্তরের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সুধিবৃন্দ ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায়ীবৃন্দ। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান অতিথি বিশেষ ও সমাপনী বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বন্ধন ঋণদান সমবায় সমিতির সভাপতি, খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরি সমবায় সমিতি ও সমবায়ীদের ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়া ও বিভিন্ন প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা সমবায় অফিসার, অনুষ্টানটি সফলভাবে পালনে সহযোগিতা করায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


এ বিভাগের আরও সংবাদ