• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

আবার শুরু হয়ে গেলো হাতি দিয়ে চাঁদাবাজি। 

মো: কবির হোসেন, মতলব প্রতিনিধি।
Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মো: কবির হোসেন, মতলব প্রতিনিধি।

নতুন করে আবার হাতি দিয়ে চাঁদাবাজি করতে দেখা গেলো মতলব (দ:) নারায়নপুর বাজারে।সামনে যে আসছে তার থেকেই কৌশলে নিচ্ছে চাঁদা, চঁদা থেকে কেউ রেহাই পাচ্ছে না বলে জানাচ্ছেন দোকানদারসহ গাড়ি, মোটরসাইকেল ও সি এন জি চালকরা। কোথাও কোথাও দেকা গেছে টাকা না দিলে হাতিকে রাগিয়ে দেওয়া হচ্ছে। হাতিওয়ালাদের জিজ্ঞেস করলে বলে গরীব মানুষ খাবে কি করে, হাতির খাবার আসবে কোথায় থেকে।তাই তারা এই পথ অবলম্বন করে।


এ বিভাগের আরও সংবাদ