• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পূর্বাহ্ন

গৌরনদীতে জমি জমার পূর্ব শত্রুতা নিয়ে হত্যার চেষ্টা মামলা করে বিপাকে পরছেন বাদী।।

নিজস্ব প্রতিবেদক
Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক।।

গৌরনদীতে জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে কাতার প্রবাশীর স্ত্রীকে গলায় গামছা লাগিয়ে ফাঁস দিয়ে হত্যার চেষ্টায় আদালতে মামলা দায়ের করে বিপাকে পরেছেন ভুক্তভোগী পরিবারে লোকজন। মামলা সুত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের কাতার প্রবাসী শহিদ ফকিরের স্ত্রী মুক্তা বেগম ও তার শাশুড়ী ফরিদা বেগমের বেলায়। মুক্তা বেগমের পুত্র জিহাদ জানায় একই বাড়ির চাচাত চাচা প্রতিপক্ষ ভূমি দস্যু কাসেম ফকিরের পুত্র কালাম ফকির গংরা তাদের (জিহাদ) পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে আত্মশোধের জন্য প্রচেষ্টা চালিয়ে একই গ্রমের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি ভারাটিয়া সন্ত্রাসী নাসির সরদার ও তার সহোযোগি রিপন ফকির, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ভারাটিয়া সন্ত্রাসী মোঃ কালু বেপারী, কালু বেপারি ও তার পুত্র ছানাউল বেপারী, বাহাদুরপুর গ্রামের কালু ফকির, সাহিনুর বেগম, কেয়া বেগম, অরুনা বেগম, বিনা বেগম, মোঃ রাকিব, মোঃ নজরুল ফকির, আমাদের জমি আত্মশোধের পায়তারা চালালে গৌরনদী থানায় জিআর -২৩১/২৩ মামালা দায়ের করা হইলে তার আক্রশ মুলক আমার নানি ফরিদা বেগম ও মাতা মুক্তা বেগমকে হত্যার উদ্দেশ্যে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে এলোপাতাড়ি মারধর করে তাদের সাথে থাকা স্বর্নালংকার ও ঘরে থাকা নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায় প্রতিপক্ষ ভুমিদস্যুরা। স্হানীয়রা আহত মুক্তা বেগম ও ফরিদার ডাকচিৎকার টের পেয়ে তাদের উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট আমলী আদালতে আমার মামা হানিফ আকন ১২ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করায় তারি ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রবিবার গৌরনদী থানায় মামলার তদন্ত কর্মকর্তা এস আই দেলেয়ার আদালতের মামলার তদন্ত করতে মুক্তার বেগমের বাড়িতে আসেন। পুলিশ চলে যাওয়ার পর প্রতিপক্ষ ভূমিদস্যু কালাম ফকির গং মুক্তার উপর হামলা চালাতে চেষ্টা চালায় মুক্তা নিরুপায় হয়ে ভুমিদস্যু সন্ত্রাসীদের আতন্কে নিজ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেন বলে পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে। গৌরনদী থানার মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ দেলোয়ার হোসেন বলেন, মামলার তদন্ত চলছে, সত্যতা যাচাই করে সঠিক প্রতিবেদন আদালতে প্রেরন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ