• শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন

গৌরনদীর সরিকল বান্দর বাজারে কাজী সুজন সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতায় থাকবেন সর্বক্ষণ। 

কে এম সোহেব জুয়েল গৌরনদী।
Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

কে এম সোহেব জুয়েল গৌরনদী

গৌরনদীর ঐতিহ্যবাহি সরিকল বন্দরের ২ নভেম্বরের হাটের কমিটি নির্বাচনে ৫ জন সাধারন সম্পাদক প্রার্থীর মধ্যে বিভিন্ন প্রতিকের প্রতিদন্ধির মধ্যে কাজী সুজন কলস মার্কা নিয়ে নির্বাচনে অংশ গ্রহনের মধ্যদিয়ে তিনি বলেন, শতাধিক বছরের অধিক ঐতিহ্যেবাহী পুরানো বন্দর সরিকল বন্দর। বন্দর সৃষ্টির পর প্রথম বারেই গনতান্ত্রিক ধারা অব্যাহত রেখে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে হাটের নুতন কমিটি ফিরে পেলে হাটের সার্বিক সৌন্দর্য বর্ধনে কাজ করবেন কলস মার্কার প্রার্থী সবার পরিচিত মুখ কাজী সুজন। তিনি আরো বলেন ৫ আগষ্ট স্বৈরাচারি সরকার শেখহাসিনা পতনের পর নরে চরে বসছেন দুরশাসনে দম আটকে আসা ওই বন্দরের ব্যাবসায়িরা। তারা গনতান্ত্রিক প্রকৃয়াকে মাথায় নিয়ে দুঃ শাসনকে উপছে ফেলে নুতন ভাবে মানুষের মাঝে স্বস্তি ফিরে আনতে বরিশাল -১ আসনের সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনের চিন্তেকে কাজে লাগিয়ে গনতান্ত্রিক প্রকৃয়াকে অব্যাহত রেখে নির্বাচনি প্রকৃয়ায় হাটের স্বচ্ছতা ফিরে আনার কথাও ভাবেন তারা। তারি ধারাবাহিকতায় ২ নভেম্বর বন্দর কমিটি নির্বাচনের সময় নির্ধারন করেন ব্যাবসায়িরা।কলস মার্কার মনোনিত সাধারণ সম্পাদক প্রার্থী কাজী সুজন আশাবাদ ব্যাক্ত করে বলেন , ২ নভেম্বর নির্বাচনে কলস মার্কার বিপুল ভোটে বিজয় নিশ্চিত হবে বলে শতভাগ আশা ব্যাক্ত করেন তিনি। আর এই বিজয়ের মধ্য দিয়ে সকলের মাঝে হাটের উন্নয়নের সার্বিক ওয়াদাকে পালন করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাবেন কলস প্রতিকের প্রার্থী কাজী সুজন।  অপরদিকে ওই বন্দরের ৫ শতাধিকের অধিক ব্যাবসায়িদের মধ্যে বিশিষ্ট মোবাইল ব্যাবসায়ি মেঃ আরিফ হোসেন বলেন,বিগত দিনে স্বৈরশনের মধ্যে এই হাটের ব্যাবসায়ীরা যেমনি বন্ধি ছিলেন তিমনি ছিলেন দুরদুরান্ত থেকে হাটে বেচাকেনা করতে আসা লোকজনেরা। সরকার পতনের সাথে সাথে এসকল মানুষের মাঝে অনেকটা স্বস্তি ফিরে আসতে দেখা গেছে। বাকি জটিলতা গনতান্ত্রিক প্রকৃয়ায় ২ নভেম্বর নির্বাচনের পর কেটে যাবে বলেও বিশ্বাস করেন তিনি। তারি সাথে তার মহান নেতা সাবেক সাংসদ এম জহির উদ্দিন স্বপনের সঠিক চিন্তা ও মহৎ উদ্যেগকে সাদুবাদ জানিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সরিকল বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আরিফ হোসেন।


এ বিভাগের আরও সংবাদ