মোঃ রাজিব খান ।
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত নৌকার চেয়ারম্যান মাহামুদ হোসেন রিপনকে গণধোলাই দিয়ে গলা ধাক্কা দিয়ে পরিষদ ভবন থেকে বের করে দিয়েছে উত্তেজিত ছাত্র জনতা ।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় রিপন চেয়ারম্যান তিনি আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে বিভিন্ন সময় অনৈতিক কর্মকাণ্ড ও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে একাধিক। সম্প্রতি একটি ঘটনার জের দরে সাধারণ মানুষ একত্রিত হয়ে ইউনিয়ন পরিষদে যান এবং চেয়ারম্যান রিপনকে গণধোলাই দিয়ে গলা ধাক্কা দিয়ে পরিষদ কক্ষ থেকে বের করে দেন। ঘটনাটি মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে পরিষদ ভবন থেকে জোরপূর্বক বের করে দিচ্ছেন। এ সময় কেউ কেউ ‘অবিলম্বে অপসারণ করতে হবে’—এমন স্লোগানও দিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান রিপনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকার জনগণ জানিয়েছেন, দুর্নীতিবাজ নিষিদ্ধ আওয়ামী লীগ পূর্ণবাসনের চেষ্টা চালাচ্ছিল ইউনিয়ন পরিষদে এমন মিটিং চলমান ছিল জুলাই আগস্ট এর পর থেকে তারিখ সূত্র ধরে গণধোলাই দিয়েছে ছাত্র জনতা এমন তথ্য অনুসন্ধানে জানা যায়।স্থানীয়দের দাবি জেলা প্রশাসকের পক্ষ থেকে ইউনিয়ন সেবা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।দুর্নীতিবাজ ইউনিয়ন চেয়ারম্যান রিপনের নেতৃত্বে কোনো উন্নয়ন বা পরিষেবা চান না ইউনিয়নের জনগণ।