গৌরনদী প্রতিনিধি
গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জুন মাসের নিয়মিত মাসিক সভা সোমবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি। সভাপতির সূচনা বক্তব্যে তিনি বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল বিভাগের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। বিশেষ করে মাদক, বাল্য বিয়ে ও কিশোর অপরাধ দমনে মাঠপর্যায়ে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।”সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া, গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাইটিভি গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল , উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুর রব, আব্দুর রাজ্জাক, নুর আলম সেরনিয়াবাত, উপজেলা আইসিটি কর্মকর্তা বিপ্লব চন্দ্র দেবনাথ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন।