বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের মধুপুর উপজেলা ভুমি অফিস কর্তৃক আয়োজিত ভুমি মেলার সমাপনী অনুষ্ঠানে ডিজিটাল ভুমি সেবা বিষয়ে অবহিতকরণ সভা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ভুমি বিষয়ক প্রশিক্ষণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ডিজিটাল ভুমি সেবা বিষয়ে অবহিতকরণ সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন। উপজেলা ভুমি অফিস কর্তৃক আয়োজিত ভূমি মেলা-২০২৫ এর ৩য় দিনে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে ডিজিটাল ভূমি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া ও সাব-রেজিস্ট্রার জনাব অঞ্জনা রানী দেবনাথ।অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মীর্জা জুবায়ের হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং অধ্যক্ষ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগন উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলেন।