দৈনিক যায়যায় বেলা,মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী :
রাজশশাহীর মোহনপুর উপজেলার কয়েকটি মোজায় পুকুর খননে নিষেধজ্ঞা থাকলেও জোর করে ফসলি জমিতে খনন করা হচ্ছে পুকুর। ক্ষমতার দাপট দেখিয়ে জোর করে পুকুর খনন করায় অসহায় হয়ে পড়েছেন কৃষকরা। উপায় না পেয়ে মোহনপুরের কৃষকরা প্রতিকার চেয়ে রাজশাহী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বাদেজোল গ্রামের সখ্যালঘু স্থায়ী বাসিন্দা অশোক সরকার, রবিদন্দ্রনাথ সরকার, ফনিন্দ্রনাথ ফনিদা সরকারসহ ১০ জন কৃষক একই গ্রামের কাউসার আলী আ: সালাম এনামুল হক, আব্দুর রহমান, আব্দুর রশিদসহ ২৩ জনজন কৃষক,পৃথক পৃথক ভাবে লিখিত ভাবে আবেদন করেছেন। রোববার (২৫মে),কৃষকরা এ অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, জেলা রাজশাহীর মোহনপুর উপজেলার ধূরইল ইউনিয়নের বাদেজোল গ্রামের এলাকাধীন স্থানীয় বাসিন্দারা। ধুরইল মৌজায় জে,এল নং ৯৫, বিলপালশা মৌজার জে,এল নং ৯৫ ধানী জমিতে পাকা ধান অবস্থায় ধূরইল গ্রামের জয়নাল ছেলে সুজন রাতের অন্ধকারে জোর করে ১১০ বিঘা জমিতে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্ষমতার দাপটে কৃষকদের সাথে সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই স্থানীয় মাদকাশক্ত কিশোর গ্যাং বাহিনী নিয়ে কথিত সাংবাদিক ভেকু ভাড়া নিয়ে ওই মৌজায় ১১০বিঘা ৩/২ ফসলী জমিতে পুকুর খনন করছে।যেখানে পুকুর খনন করা হলে জলাবদ্ধতার কারণে এলাকার প্রধান অর্থকরী ফসল পান বরজ, বিভিন্ন ফসলী জমি, বসত বাড়ী ও জনসাধারণের চলাচলে বিরুপ প্রভাব পড়বে। । পুকুর খননে বাধা দিতে গেলে সুজন কিশোর গ্যাং বাহিনী দিয়ে হাত, পা ভাঙ্গাসহ খুন জখমের হুমকি প্রদর্শন করা হচ্ছে। এই কিশোর গ্যাং সদস্যদের দিয়ে বিভিন্ন সময় এলাকার লোকজনকে রক্তপাত ও জখম করে। এই বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। কৃষক আঃ সালাম,ফনিদ্রনাথ সরকার বলেন বিল পালশা মৌজা দাগ নং-৩৮,৪০,১৮,৩৯,৯৯,২০৪,৮০.২০৫,২০৫,৮০৮০,২০১,১৫৩,১৫৪ মোট ১১০ বিঘা জমিতে পুকুর খনন করলে সারা বছরে ধান উৎপন্ন বন্ধ হয়ে যাবে এবং পরিবার পরিজন নিয়ে অধহারে অনাহারে দিনপাত করতে হবে। তাই অবৈধপুকুর খনন বন্ধ সহ যেটুকু খনন করা হয়েছে তা পূরণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার অভিযোগ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।