• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

বাবুগঞ্জে শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের নিয়ে চরম বিপাকে পরেছেন প্রধান শিক্ষক কহিনুর আক্তার

কে এম সোহেব জুয়েল ঃ
Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫

কে এম সোহেব জুয়েল ।

 

বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ১২ নং চরজাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যা পাঠে শিক্ষার্থীদের নিয়ে চরম বিপাকে পরেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ কহিনুর আক্তার। ২৬ মে সোমবার সকাল ১০ টায় স্কুল চলাকালীন সময়ে স্কুল পরিদর্শনে কালে ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাংবাদ কর্মির প্রশ্নের জবাবে বলেন,তার বিদ্যালয়ে প্রাক- প্রথমিক থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত দের শত শিক্ষার্থীর প্রাই অংশই নিয়মত বিদ্যা শিক্ষা করতে আসেন বিদ্যালয়ে। কিন্তুু শিক্ষকের সংকুলানের জন্য তারা সঠিক ভাবে তাদেরকে বিদ্যা শিক্ষা দিতে হিমসিম খাচ্ছেন। এ ছারাও তাদেরকে সামলে রাখতে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে প্রধান শিক্ষক কহিনুর আক্তারকে। তিনি আরো বলেন, তার বিদ্যালয়ে শিক্ষকের কোঠা সাত জন থাকলেও বর্তমানে তারা দুই জন শিক্ষক উপস্থিত আছেন, তাও আবার তার সহকারী শিক্ষিকা নাসরিন জাহান মাতৃত্বকালীন ছুটিতে ২০২৫ ইং এর জুন মাসে দীর্ঘ সময়ের জন্য ছুটিতে যাচ্ছেন। এ নিয়ে তাকে স্কুল চালাতে চরম হতশা ও চিন্তায় পরতে হচ্ছে। তিনি আরো বলেন, বিগত দিনে তার বিদ্যালয়ে ৫ জন শিক্ষকের উপস্থিত থাকলেও ২০২৪ ইং মে মাসের ৬ তারিখে প্রধান শিক্ষক মোসাম্মৎ নাজমুন নাহার বাবুগঞ্জের পশ্চিম রাকুদিয়া ও অপর শিক্ষক শৈলেন হালদার মধ্য ভুতেরদিয়া একই বছরে সৈকত হোসেন ব্রাম্মনদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে যোগদান করায় এ যাবৎ কালীন অন্য কোন শিক্ষকে ওই বিদ্যালয়ে যেগদান না দেয়ায় কচিকাঁচা শিক্ষার্থীদের নিয়ে দুই জন শিক্ষককে যেমনি বিদ্যাশিক্ষা দিতে ভোগান্তিতে পরতে হচ্ছে তেমনি তাদের নিরাপত্তা দিতে হিমসিম খাচ্ছেন এমনটিই জানিয়েছেন তিনি।এ বিষয় তার উর্ধতন কর্তৃপক্ষকে একাধিক বার জানিয়েও এ জাবতকাল পর্যন্ত কোন সুরাহা পান নাই তিনি। তাই এর প্রতিকার পেতে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তিনি ছারাও এলাকার সচেতন বিবেকবান মহলের একাধিক লোকজন। এ বিষয় প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোসাম্মৎ খাদিজা বেগমের সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি (খাদিজা) বলেন, বিষটি অবগত আছেন, বিষয়টি নিরসনে উর্ধতন কর্তৃ পক্ষকে চিঠি করা হয়েছে। অপরদিকে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হলে সমস্যা সমাধানে পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি


এ বিভাগের আরও সংবাদ