জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান।
বরগুনার বেতাগীতে শিক্ষার্থীদের শনিবার (২৪ মে,২০২৫) বিনা মূল্যে বিদ্যালয়ের পোশাক (স্কুল ড্রেস) বিতরণ করা হয়েছে।আমেরিকান প্রবাসী শাহনাজ চৌধুরী, লন্ডন প্রভাবী নিজাম চৌধুরী ও জমিদাতা সদস্য বিশিষ্ঠ ব্যবসায়ী এটিএম নেয়ামুল হক বশিরের সহযোগিতায় পোশাক বিতরণ করা হয়।অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের যষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০০ শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ও গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। পোশাক পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছিল সবাই।বেতাগী উপজেলার সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বাল্যবিয়ে, ঝরেপড়া রোধ ও শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর ব্যাপারে অভিভাবকদের আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্য দেন প্রধান অতিথি এনামুল হক বশির, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু,বিশিষ্ঠ ব্যবসায়ী নিজাম চৌধুরী, সাবেক পৌর বিএনপি নেতা নুরুজ্জামান রিপন খান,, বিশিষ্ঠ ব্যবসায়ী শাহআলম,সহকারী সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, বিদ্যালয়ের জমিদাতা সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য হেলাল সিকদার, বেতাগী সৃষ্টি সেন্ট্রাল একাডেমি পরিচালক ফোরকান ইসলাম (ইমরাত), শিক্ষক ফারুক হোসেন ও খন্ডকালীন শিক্ষিকা সেতু প্রমুখ।প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রধান শিক্ষক বলেন“আমার ছাত্র-ছাত্রীরা আমার সন্তানের মতো” আজ নতুন পোশাক পেয়ে ওরা আনন্দে মুখরিত। ওদের দেখতেও খুব সুন্দর লাগছে । আমি খুব খুশি।শিক্ষার্থীদের মধ্যে নবম শ্রেণির (তিশা) নতুন পোশাক পেয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শিক্ষক/শিক্ষিকাদের প্রতি।