• শনিবার, ১৭ মে ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

মেলা মেলা মেলা ঝালকাঠি শিল্পনগরীতে শুরু হয়েছে বিসিক উদ্যোক্তা মেলা ।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।

 

ঝালকাঠির বিসিক শিল্পনগরী আয়োজনে “বিসিক উদ্যোক্তা মেলা – ২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান ঝালকাঠি সম্পূর্ণ হয়েছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর জেলা কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(যুগ্মসচিব) জনাব আশরাফুর রহমান।উক্ত মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম এবং পুলিশ সুপার, ঝালকাঠি-এর পক্ষে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জনাব আলী আজগর নাসির।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশীয় শিল্প উদ্যোগ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিকাশে বিসিক একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবনী শক্তি, দক্ষতা ও শ্রম প্রয়োগের মাধ্যমে ১৮ কোটি জনগণের এ সম্ভাবনাময় বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম। শুধু আত্মকর্মসংস্থান নয়, বরং অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ এবং শিল্পায়নের গতিকে ত্বরান্বিত করতেও এ মেলার গুরুত্ব অপরিসীম।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও আগত অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ঝালকাঠির সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(যুগ্মসচিব) জনাব আশরাফুর রহমান।


এ বিভাগের আরও সংবাদ