• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুর মৌগাছি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২১ হাজার টাকা জরিমানা।

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী :-
Update Time : সোমবার, ১২ মে, ২০২৫

,মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী :

রাজশাহীর মোহনপুর উপজেলায় বালাইনাশক দোকানে ভেজাল অণুসার ( দস্তা, বোরণ) বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্টঅভিযান পরিচালনা করে ০৩ প্রতিষ্ঠানের বালাইনাশক দোকানীকে মোট ২১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার ( ১২ মে), আনুমানিক দুপুর ১২টায়, মোহনপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) জোবায়দা সুলতানা, এর নেতৃত্বে উপজেলা ৪ নং মৌগাছি ইউপির মৌগাছি হাট/বাজার এলাকায় বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোহনপুর উপজেলার কৃষি অফিসার কামরুল ইসলাম,অতিরিক্ত কৃষি অফিসার ( কৃষিবিদ) এম.এ. মান্নান। এসময় মোহনপুর উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম বলেন, মৌগাছি বাজারে বিভিন্ন দোকান থেকে আমরা রাসায়নিক সারের নমুনা সংগ্রহ করে ফলাফল যাচাই করার জন্য গবেষণাগারে পাঠালে সেখান থেকে পণ্যের পার্সেন্টেজ নিয়ে বাজারে প্রবেশ করলে বালাইনাশক দোকানীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়, পরক্ষণে ফোন দিয়ে দোকানে উপস্থিত করার অপরাধে মেসার্স মুক্তা ট্রেডার্স এর মালিক আসলাম মোল্লাকে কে, এক হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স আব্দুর রহমান এন্টারপ্রাইজ এর আব্দুর রহমান বালাইনাশক দোকানে ভেজাল পণ্য রাখায় তাকে ১০ হাজার জরিমানা করা হয়। মেসার্স আল্পনা ট্রেডার্সের আলমগীর হোসেন একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের সবাইকে সার ব্যবস্থাপনা আইনে জরিমাণা করা হয়। অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন কৃষি অফিসের অন্যান্য সহকারী অফিসারগণ সহ মোহনপুর থানা পুলিশ। অভিযান শেষে অফিসারগণ বলেন ক্ষতিকর সকল ধরনের মালামাল বিক্রি থেকে বিরত থাকবেন। পরবর্তীতে আপনাদের এখানে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।আগামীতেও প্রত্যেক বাজারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ