• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

আমতলীতে শ্রমিক দলের সভাপতিকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ। 

মো. তৌফিকুর ইসলাম ।।
Update Time : সোমবার, ১২ মে, ২০২৫

মো. তৌফিকুর ইসলাম ।

আমতলী(বরগুনা)প্রতিনিধি বরগুনার আমতলীতে শ্রমিক দলের সভাপতির নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও নতুন করে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার ষড়যন্ত্রের পায়তারার বিরুদ্ধে সোমবার বেলা ১১ টায় আড়পাঙ্গাশিয়া বাজারে তিন শতাধিক নারী পুরষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। জানাগেছে, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হারুন ফকিরের বিরুদ্ধে স্থানীয় জাকির হোসেন মোল্লা গত ২৭ এপ্রিল আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় হারুন ফকির কে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেন। ৭দিন পর বিজ্ঞ আদালত হারুন ফকিরের জামিন মঞ্জুর করেন। হারুন ফকির জামিন পেয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করে আসছেন। এর মধ্যে মামলার বাদী জাকির হোসেন মোল্লা হারুন ফকিরের কাছে মামলার নিস্পত্তির জন্য ১ লাখ টাকা দাবী করেন । হারুন ফকির টাকা দিতে অস্বিকার করায় জাকির মোল্লা , মোকলেছ মোল্লা, আনিস মোল্লাগংরা গংরা নতুন করে স্থানীয় কিছু প্রভাবশালীদের ইন্ধনে নতুন করে আরেকটি মামলা দায়েরের পায়তারা করতেছে। প্রভাবশালীদের ষড়যন্ত্র জাকির মোল্লা গংদের হয়রানী ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।  এ বিষয় জানার জন্য মামলার বাদী জাকির হোসেন মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  মামলার আসামী মো. হারুন ফকির বলেন, জাকির মোল্লা, আনেচ মোল্লা মোকলেচ মোল্লা গংদের সাথে আমার কোন বিরোধ নাই । তাদের পরিবারের একটি অনৈতিক কাজের সালিশ ব্যবস্থায় উপস্থিত থাকায় প্রভাবশালীদের ষড়যন্ত্রে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন । আমি জামিনে আসার পর মামলা নিস্পত্তির জন্য জাকির মোল্লা গংরা আমার কাছে ১ লাখ টাকা দাবী করেন। আমি টাকা দিতে অস্বিকার করায় তারা আবার নতুন করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। আমি জাকির মোল্লা আনেচ মোল্লা মোকলেচ মোল্লা গংদের বিচার চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন মো. সানা উল্লাহ, মো. শাকিল, ওবায়দুল প্যাদা, মর্জিনা বেগম. শিউলি বেগম, নিলুফা আক্তার প্রমুখ। বক্তারা অবিলম্বে শ্রমিকদল সভাপতি হারুন ফকিরের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।এ ব্যাপারে আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ