বিশেষ প্রতিনিধি দৈনিক যায়যায় বেলা।।
বরিশালের মেহেন্দি গঞ্জের নোমকান্দা গ্রামের মকবুল হাওলাদারের পুত্র এন আই এ্যাক্টের সাজা প্রাপ্ত আসামী প্রতারক কবির হোসেন হাওলাদার – ৪৫ কে বরিশাল অতিঃ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ ম আমলী আদালতের হাকিম ১৬ মার্চ ২০২৫ ইং চেক প্রতারনার এন আই এ্যাক্টের ১৩৮ ধারা মতে দুষি সাব্যাস্হ করে সাজা প্রদান করেছেন বলে মামলা সুত্রে জানা গেছে। যার এন আই এ্যাক্টের মামলা নং-৫৯১/২২ ইং ও গ্রেফতারি পরোয়ানা স্মরক নং – ৮৪। তাং ২০/০৩/২৫ ইং। মামালা সুত্রে জানা যায় বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল জলিল জমাদারের পুত্র বরিশাল রুপালী ব্যাংক কর্মকর্তা মোঃ জাকির হোসেন জমাদারের সাথে দীর্ঘ দিনের বন্ধুত্বের পরিচয়ে কবিরের টাকার বিশেষ প্রয়োজন হলে বন্ধু জাকিরের কাছ থেকে নগদ তিন লক্ষ টাকা ধার নেয় প্রতারক কবির হোসেন হাওলাদার। ব্যাংক কর্মকর্তা জাকির তার টাকার প্রয়োজনে কবিরকে একাধিক বার টাকার তাগাদা দিলেও কবির টাকা না দিয়ে বিভিন্ন তালবাহানায় সময় ক্ষেপণের পর কবির এন আর বি সি ব্যাংকের নিজ নামিয় হিসাব নাম্বারের তিন লক্ষ টাকার চেক প্রদান করেন বন্ধু জাকির হোসেনকে। কবিরের প্রদান কৃত তিন লক্ষ টাকার চেক একাধিক বার ব্যাংকে জমা দিয়েও ক্যাশ করতে না পারায় অবশেষে চেকটিকে ডিজঅনার করেন ব্যাংকার জাকির হোসেন। তারি ধারাবাহিকতায় মামলার প্রকৃয়ায় প্রতারক কবিরকে বিজ্ঞ আদালত সাজা প্রদানের করলেও সাজার আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো তাকে ( কবিরকে) গ্রেফতার করতে পারে নাই পুলিশ। তাই প্রতারক কবিরকে গ্রেফতার করে তার (জাকির) পাওনা টাকা ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন জাকির হোসেন ও তার পরিবারের লোকজন।