দৈনিক যায়যায় বেলা।।
অদ্য শনিবার (১০মে ২০২৫) জনাব.খাঁন মুহাম্মদ আবু নাসের পুলিশ সুপার, পিরোজপুর মহোদয় নাজিরপুর থানা পুলিশের মানউন্নয়নে ও জনসেবার জন্য কান্ট্রিবোট বিতরন করেন। এসময় পুলিশ সুপার মহোদয় বলেন বাংলাদেশ পুলিশ বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় শুকনা খাবার, শিশু খাদ্য, ওষুধ ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি বিতরণ করেন নৌযানের মাধ্যমে। সুতরাং পিরোজপুর জেলার বিভিন্ন থানা এলাকা নদীর তীরবর্তী তাই স্পিডবোট, কান্ট্রিবোট, নৌকা ইত্যাদির মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষকে উদ্ধার কাজে নৌযানের প্রয়োজনীয়তা রয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আবদুল আউয়াল, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) জনাব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নারসিন জাহান, সহকারি পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) জনাব সাবিহা মেহেবুবা, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব বায়োজীদ ইসলাম সহ জেলা পুলিশ পিরোজপুরের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।