• রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন

নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে ’৯২ ব্যাচের সংবর্ধনা।

নবীনগর প্রতিনিধি
Update Time : শনিবার, ১০ মে, ২০২৫

নবীনগর প্রতিনিধি।

নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯২ ব্যাচের মেধাবী ছাত্র এবং সদ্য নির্বাচিত নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তিকে সংবর্ধনা প্রদান করেছে তাঁর সহপাঠীরা।শনিবার সন্ধ্যা ৭টায় নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯২ ব্যাচের বন্ধু মো. মহসিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সুরাফ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯২ ব্যাচের সদস্য মো. অলিউল্লাহ, হাবিবুর রহমান টিটু, মোহাম্মদ জামাল হোসেন, আতাউর রহমান, আবুল কালাম, নাজমুল হক তুষার, শিক্ষক শাহ্ জাহান ভূঁইয়া, নূরে আলম, পাভেল হোসেন, শরিফ উদ্দিন ফারুক, শরিফ উদ্দিন আহমেদসহ অনেকে।প্রেসক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, জামাল হোসেন পান্না, পিয়াল হাসান রিয়াজ, মিঠু সূত্রধর পলাশ, মাহবুবুর রহমান, ইকরাম হোসেন ও আল-আমিন।আলোচনা শেষে মোহাম্মদ হোসেন শান্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতির সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে প্রেসক্লাব আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


এ বিভাগের আরও সংবাদ