মো.নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাধিকা সড়কে সিএনজি -মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়।। (৯ /৫/২৫) শুক্রবার রাত ১০ টায় নবীনগর রাধিকা -সড়কের কণিকাড়া গ্রামের কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান - নবীনগরগামী সিএনজিটি কনিকাড়া কবরস্থানের পাশে আসা মাত্র বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে সিএনজির ড্রাইভার সহ মোট চারজন মারাত্মক ভাবে আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নবীনগর সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করেন। নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আকতার খন্দকার (৬০) নামে একজনকে মৃত ঘোষণা করেন, তার মৃত্যুর কারন মাথায় এবং বুকে মারাত্মক আঘাত, তিনি শ্রীরামপুর গ্রামের হাসান আলীর ছেলে, অন্য জন হল -নবীনগর পূর্ব ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার (বগডহর গ্রামের) মো. বিল্লাল মিয়া (৫৫)। তিনি কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।আহতরা হলেন - শ্রীরামপুরের মো.সিয়াম (২২), নবীনগরের জালাল উদ্দিন, ভাদুঘর গ্রামরসিএনজি ড্রাইভার মো. আরিফ। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান- "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে যায়। তাৎক্ষণিক একজনের মৃত্যু হয় বলে তিনি স্বীকার করেন। সিএনজি এবং মোটর সাইকেল পুলিশের হেফাজতে আছে। দুর্ঘটনার বিষয়ে পুলিশের তদন্ত চলছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে"।