দৈনিক যায়যায় বেলা।
আমাদের আগামী দিনের রাজনীতি হতে হবে জনগণের প্রতি দায়বদ্ধ, স্বচ্ছ ও জনবান্ধব। মেম্বার থেকে চেয়ারম্যান, কাউন্সিলর থেকে মেয়র, সংসদ সদস্য থেকে শুরু করে প্রধানমন্ত্রী—প্রতিটি জনপ্রতিনিধিকে জনগণের সামনে তাদের মিশন ও ভিশন স্পষ্টভাবে উপস্থাপন করতে হবে।নেতাদের শুধু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে সীমাবদ্ধ থাকলে চলবে না—তাদেরকে মাঠে-ময়দানে, জনগণের পাশে এসে দাঁড়াতে হবে। কারণ, “জনগণই সকল ক্ষমতার উৎস”—এই মৌলিক সত্যটি প্রতিটি নেতার হৃদয়ে ধারণ করা জরুরি।ভোট একটি পবিত্র আমানত। এ আমানত যেন সঠিকভাবে ব্যালট পেপারের মাধ্যমে প্রতিফলিত হয়, সেটিই গণতন্ত্রের মূল ভিত্তি। তরুণ সমাজ আর কোনো স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের উত্থান হতে দেবে না—এটা এখন সময়ের দাবি।যে নেতা যত দ্রুত এই বাস্তবতাকে অনুধাবন করতে পারবেন, তিনি ততদ্রুত জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন—এটাই আমার বিশ্বাস।