ঝালকাঠি প্রতিনিধি।
বরিশাল জনাব মোঃ রায়হান কাওছার, এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ সোহরাব হোসেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাকিলা রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহারীয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব অন্তরা হালদার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারহানা ইয়াসমিন, সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ সাইফুল ইসলাম।পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার মহোদয় উপজেলা কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থাপনা, ভূমি অফিসের কার্যক্রম এবং দাপ্তরিক পরিবেশ পরিদর্শন ও মূল্যায়ন করেন। তিনি উপজেলা পর্যায়ে সেবার গুণগত মান নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ববোধ, পেশাদারিত্ব ও জনসেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি বিভিন্ন শাখার দাপ্তরিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও দিকনির্দেশনামূলক মতবিনিময় করেন।