• শনিবার, ১০ মে ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

ঝালকাঠি’র শিক্ষক-শিক্ষার্থীদের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বরিশাল জনাব মোঃ রায়হান কাওছার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মোঃ সোহরাব হোসেন। সভাটিতে সভাপতিত্ব করেন কালেক্টরেট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট(যুগ্মসচিব) জনাব আশরাফুর রহমান। এ সভায় আরো উপস্থিত ছিলেন কালেক্টরেট স্কুল, ঝালকাঠি’র প্রধান শিক্ষক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শাকিলা রহমান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইমরান শাহারীয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব অন্তরা হালদার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার চার উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, কালেক্টরেট স্কুল, ঝালকাঠি’র প্রধান শিক্ষক জনাব সুজিত কান্তি বোস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থীবৃন্দ।জেলা প্রশাসন, ঝালকাঠি’র ব্যবস্থাপনায় পরিচালিত কালেক্টরেট স্কুল যেন দক্ষিণাঞ্চলের একটি রোল মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠে—এই লক্ষ্যে বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণামূলক বার্তা প্রদান এবং আগামীর সুদক্ষ, সৃজনশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।


এ বিভাগের আরও সংবাদ