• বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:১৯ পূর্বাহ্ন

দালাল চক্র ঠেকাতে একযোগে বরিশাল এবং ঝালকাঠি বিআরটিএ অফিসে দুদকের অভিযান, বরিশাল থেকে এক দালাল চক্র গ্রেফতার।

মোঃ মোল্লা শাওন বরিশাল।
Update Time : বুধবার, ৭ মে, ২০২৫

মোঃ মোল্লা শাওন বরিশাল।

‍বরিশাল বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে এক দালালকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাকে এক মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া। আটক দালালের নাম সঞ্জীব কুমার দাস , সে বরিশাল নগরের ৮ নং ওয়ার্ড দপ্তরখানা এলাকার শম্ভুনাথ দাসের ছেলে। অভিযান পরিচালনা করেন দুদক বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাজ কুমার সাহা।রাজকুমার সাহা দৈনিক যায়যায় বেলাকে জানিয়েছেন, দুদকের ছদ্মবেশী কর্মকর্তাদের কাছে দুটি ড্রাইভিং লাইসেন্স করতে ২১ হাজার টাকা দাবি করেন আটককৃত দালাল। এ সময় তাকে হাতেনাতে তারা আটক করেন। এক প্রশ্নের জবাবে দুদক কর্মকর্তা জানান এর সাথে এই অফিসের কারো সংশ্লিষ্টতা আছে কিনা তার খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।বিআরটিএ ঝালকাঠি অফিসে দুর্নীতি দমন কমিশনের অভিযান।ঝালকাঠিতে গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (৭ মে) দুপুরে দুদকের পিরোজপুর কার্যালয়ের সহকারী উপ-পরিচালক মো. শরিফ শেখের নেতৃত্বে একটি তদন্ত দল এই অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা অভিযানে সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং গ্রাহকদের সঙ্গে সরাসরি কথা বলেন দুদক কর্মকর্তারা।অভিযান শেষে মো. শরিফ শেখ সাংবাদিকদের জানান, “দালালের দৌরাত্ম্য, গ্রাহক হয়রানি এবং অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে বেশ কিছু নির্দিষ্ট অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতেই আজকের এই অভিযান পরিচালনা করি। আমরা কাগজপত্র যাচাই করেছি এবং গ্রাহকদের বক্তব্যও গ্রহণ করেছি। আরও কিছু তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই ঝালকাঠি বিআরটিএ অফিসে দালালচক্রের দৌরাত্ম্য চলছে। গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়মের চলমান আছে।


এ বিভাগের আরও সংবাদ