• বুধবার, ০৭ মে ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

রাজশাহীর পবা উপজেলায় অবৈধ পুকুর খননের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ 

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী:-
Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

,মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নের উজিরপুর এলাকায় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক কর্তৃক তিন ফসলী সবুজের বুক চিরে শত শত বিঘা অবৈধ পুকুর খননের প্রতিবাদে ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অবৈধভাবে পুকুর খনন ও নানাবিধ অনিয়মের প্রতিবাদে রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছেন। পবা উপজেলার উজিরপুর গ্রামের সর্বস্তরের মানুষ।এই ঘটনায় চার জনের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদও জানানো হয়েছে। সোমবার ৫ই মে বিকালে কদমতলার মোড়ে মানবপ্রাচীরের মাধ্যমে সর্বসাধারণের ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসি।এতে অংশ নেন শত শত মানুষ।এ সময় লোকজন রাজ্জাক ও তার ছেলে তৃপ্তির বিরুদ্ধে চাঁদা দাবি সন্ত্রাসী কর্মকাণ্ড, ও ভূমি দস্য অবৈধ পুকুর খননে রাস্তার বেহাল দশা বন্ধসহ দলের অনিয়ম রোধে তার বহিষ্কৃত সহ কয়েক দফা দাবি জানান। এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা ও উপজেলা প্রশাসন সহ দলীয়ভাবে কঠোরব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন তারা। কেতাব মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী। সেখানে বক্তব্য দিয়ে পরে পাশেই খনন করা পুকুর প্রদক্ষিণ করে বিএনপির নেতা আব্দুর রাজ্জাকের বাড়ির সামনে দিয়ে মিছিল নিয়ে যায়। মিছিলে ওই নেতার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মামলার এক আসামি জয়নাল আবেদীন বলেন, পুকুর কাটায় বাধা দেওয়াতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার তার বাড়িতে হামলা চালানো হয়েছে। মিথ্যা মামলা করা হয়েছে। তার কোনো নিরাপত্তা নেই।এতে বক্তব্য দেন শান মাহমুদ নামে একজন। তার ছেলের নামেও মামলা হয়েছে। তিনি বলেন, এই সম্পত্তি আবাদী ছিল। পুকুর কেটে এলাকার রাস্তা নষ্ট করে ফেলেছে। বৃহস্পতিবার তাদের উপর হামলা করা হয়। গতকাল রোববারও এলাকায় মোটরসাইকেল নিয়ে ওই নেতার লোকজন মহড়া দিয়েছে।রোজিনা বেগম নামে এক নারী বলেন, ‘ওরাও বিএনপি করে আমরাও বিএনপি করি। কিন্তু ৫ আগস্টের পর থেকে সবকিছু ওদের হয়ে গেছে। আমাদের পুলিশ দিয়ে হয়রানি করা হচ্ছে। কিছু হলেই হাসুয়া নিয়ে মারতে আসে। বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন জয়নাল, শাফিকুল, শুভন,মনিরুজামান মনি,শেহের,বাবলু মানোয়ার,সানমোহাম্ম্দ, আতাহার, নাজিরসহ প্রমুখ।এ ব্যাপারে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক বলেন, এটি পুরনো পুকুর। এটা তাদের পৈত্রিক সম্পত্তি। যথাযথ প্রক্রিয়ায় পুকুরটি সংস্কার করা হচ্ছে। কিছু দিন আগে এলাকার কয়েকজন পুকুর কাটা হচ্ছে বলে চাঁদা দাবি করতে আসে। পরে তারা তার ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় তিনি তাই মামলা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, তিনি দীর্ঘদিন যাবত বিএনপি করছেন। বিএনপির একটি গ্রুপ তার বিরুদ্ধে এই মানুষগুলো লেলিয়ে দিয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কারও প্রতি কোনো জুলুম করেননি। ৫ আগস্টের পরও কিছু করেননি। তিনি রাজনীতিই করেন। এলাকার রাস্তা তার পুকুরের মাটিতে হয়নি। আশপাশে আরও অনেক পুকুর খনন করা হচ্ছে। সেগুলোর মাটিও এই রাস্তা দিয়ে নেওয়া হয়।


এ বিভাগের আরও সংবাদ