বাবুল রানা মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি।
টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দামপাড়া মৌজায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১শো টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে এ সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালত। মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। সহযোগিতায় ছিলেন মধুপুর থানা পুলিশের একটি দল।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।