• বুধবার, ০৭ মে ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

কাঠালিয়ায় ভূমিদস্যু বিরুদ্ধে সংবাদ সম্মেলন।

মোঃ বাদল হাওলাদার
Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মোঃ বাদল হাওলাদার।

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সংখ্যালঘুর সমীর দাসের জমি দখল অভিযোগে সংবাদ সম্মেলন করেনআজ ৬ মে মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় কাঠালিয়া প্রেসক্লাব সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, আমুয়া গ্রামের অবনী কুমার দাসের ছেলে সমীর দাস, তিনি জানান গত ৩ মে HM Badal নামের ফেইজবুক আইডি থেকে “সংখ্যালঘুদের জমি দখল হচ্ছে প্রভাবশালীদের দ্বারা সংবাদটি সত্য ,আমার বিরুদ্ধে গত ৫ মে সংবাদ সম্মেলনটি করা হয়েছে আমাকে সমাজে হওয়া প্রতিপন্ন করার জন্য , আমি সমীর দাস উক্ত জমির মালিক আমার কাছে দলিল আছে , যারা আমার জমি জোরপূর্ব দখল করতে চান তাদের কোন কাগজ পত্র নেই , ভুয়া কাগজ বানিয়ে, গায়ের জোরে আমার দশ কাঠা, অন্য মানুষের আরও দুই তিন কুড়া সম্পত্তি গায়ের জোর করে দখল করে ভোগ দখল করিতেছে বলে সমীর দাস জানান , আমি হিন্দু মানুষ অনুপয় হয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেছি ভূমি দস্যু প্রভাবশালীরা আমুয়া গ্রামের মোঃ সুমন বেপারী পিতা মোঃ শাহজাহান বেপারী , মোঃ শাজাহান বেপারী , মোঃ সোবহান বেপারী, পিতা মৃত দাদন আলী বেপারী , মোঃআনোয়ারুল কবির পান্না পিতা মৃত আব্দুল মজিদ হাওলাদার


এ বিভাগের আরও সংবাদ