• সোমবার, ০৫ মে ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

মোঃ ফয়সাল হোসেন,ব্যুরো প্রধান রাজশাহী:-
Update Time : রবিবার, ৪ মে, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন,ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের ইটা ঘাঁটি গ্রামে অবস্থিত জান্নাতুন ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহি বোর্ডিং ও এতিমখানার নামে চলছে প্রতারণা এই শিরোনামে গত ২৬ শে এপ্রিল ২০২৫ তারিখে দৈনিক জাতীয় সমকাল ও অনলাইন ভার্সন সহ নিউজ পোর্টালের মাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।  রবিবার ৪ মে, বিকালে মোহনপুর উপজেলার একটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত প্রতিবাদ পাঠ করেন অভিযুক্ত অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও সভাপতি রাজু আহম্মদ, তিনি বলেন, সততার সহিত সামাজিক জীবন পরিচালনা করার জন্য ব্যক্তিগত উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় জান্নাতুন ফেরদাউস মহিলা হাফিজিয়া মাদ্রাসা লিল্লাহি বোর্ডিং ও এতিমখানানামে একটি প্রতিষ্ঠান তৈরি করা হয়।এতে কিছু মানুষের হিংসার পাত্র হই।তারই অংশ হিসেবে মানবজমিনের প্রতিনিধি অপরুপ দাস হিসাবে গত ২৬ শে এপ্রিল,বিশাল সহ যা একটি কূচক্রী মহল আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি অসত্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন ও মনগড়া সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাপানো হয়েছে এবং মানববন্ধন করা হয়েছে। এ সংবাদের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি একটি স্বনামধন্য পত্রিকা ও নিউজ পোর্টালে ভবিষ্যতে সংবাদ পরিবেশনে আরো সতর্ক হবেন।এ সময় উপস্থিত ছিলেন পত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোঃ ওমর ফারুক সহ এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, সিরাজ উদ্দিন সরকার, খন্ডকার মাহবুব আলম, তফিজ আহম্মেদ প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ