• রবিবার, ০৪ মে ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন

বেতাগীতে জাতীয় গণমাধ্যম সপ্তাহ-শোভাযাত্রা ২০২৫ পালিত হয়।

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান
Update Time : শনিবার, ৩ মে, ২০২৫

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান।।

বরগুনার বেতাগী ডাকবাংলো মিলনায়তনে শনিবার বিকেল ৫ ঘটিকায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বেতাগী উপজেলা শাখার উদ্যোগে জাতীয় গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকতার নীতি নৈতিকতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।মফস্বল সাংবাদিক ফোরামের বেতাগী উপজেলা শাখার নব নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন ও সদস্য সচিব মোঃ ফোরকান হোসেন ইমরান। সঞ্চালনায় গণমাধ্যম সপ্তাহ ও শোভযাত্রা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বরগুনা জেলা কমিটির সভাপতি ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা মোঃ জাহাঙ্গীর কবির মৃধা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহাদাত হোসেন । বাংলাদেশ  মফস্বল সাংবাদিক ফোরামের বরগুনা জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস মাহমুদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কাল বেলার জেলা প্রতিনিধি মোঃ আসাদুল হক সবুজ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বরগুনা জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক মোঃ অলিউল্লাহ ইমরান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বেতাগী উপজেলা শাখারনব নির্বাচিত আহবায়ক কমিটির আহবায়ক মোহাম্মদ শাহাদাত হোসেন ও সদস্য সচিব মোঃফোরকান ইসলাম (ইমরাত) দৈনিক প্রতিদিনের কাগজ,মিজানুর রহমান ডবলু, প্রতিনিধি দৈনিক আমার দেশ, মেহেদী হাসান কোয়েল দৈনিক কালবেলা,মোঃদুলাল ফেরদৌস বিশ্ব মিডিয়া, মোঃ হাসান বরিশাল ক্রাইম, মোঃ রিপন দৈনিক বিজয় বানী, মোঃরিজন দৈনিক মাতৃভূমি খবর,সাংবাদিক জামাল খলিফা সাংবাদিক জসিম,সাংবাদিক ইমরান,সাংবাদিক মুন্না, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল সদস্য মোঃ জামাল হোসেন খান, সাংবাদিকদের সমাজে গণমাধ্যমের প্রভাবের কথা উল্লেখ করেন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের অনেক সতর্ক থাকা প্রয়োজন। অসত্য সংবাদ প্রকাশের ফলে অনেকের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো ক্ষেত্রে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। তারা গণমাধ্যমে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। শোভাযাত্রায় অংশগ্রহণ কারীরা স্লোগানের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। বিএমএসএফ বরগুনা জেলা কমিটির সভাপতি, জাহাঙ্গীর কবির বলেন, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের মর্যাদা রক্ষায় এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা দেশের মতো বরগুনাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ