• শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

মধুপুরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশনে প্রকাশ নামের এক যুবক মৃত্যু সজ্জায়।

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল ।।
Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল ।

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আলোকদিয়া বাজারে মৌমিতা মেডিকেলে এক রোগীর শরীরে মেয়াদোত্তীর্ন ইনজেকশন দেওয়ায় সে আরও অসুস্থ হয়ে পড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।বৃহস্পতিবার (১মে) বিকেলে আলোকদিয়া বাজারে মৌমিতা মেডিকেলে একই এলাকার জিতেন্দ্র রবিদাসের ছেলে প্রকাশ রবিদাস (১৮) কে চিকিৎসার জন্য নিয়ে গেলে মেয়াদোত্তীর্ন ইনজেকশন দেওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়। ভুক্তভোগীর মা বাসন্তী রানী জানান, আমার ছেলের পেটের ব্যথার জন্য আমি আলোকদিয়া বাজারে মৌমিতা মেডিকেল হলে নিয়ে যাই। সেখানে নেওয়ার পর কোনো রকম পরিক্ষা নিরিক্ষা ছাড়াই ডাক্তার মামুন আমার ছেলের শরীরে ২টি ইনজেকশন দেয়। পরিক্ষা নিরিক্ষা ছাড়াই ইনজেকশন কেনো দেওয়া হলো জানতে চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এর কিছুক্ষন পড়েই আমার ছেলে ক্রমশঃ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে আমার ছেলের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকলে আমি তার কাছ থেকে ইনজেকশন নিয়ে দেখতে পাই সেটি মেয়াদোত্তীর্ণ। তখন বাজারের লোকজনের সহযোগিতায় আমার ছেলেকে দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি যাওয়ার পর সে আরও অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তারা জানায়। সে বর্তমানে মধুপুর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কোনো পরিক্ষা নিরিক্ষা ছাড়া মেয়াদোত্তীর্ণ ইনজেকশন দেওয়ার কারণে আমার ছেলে আজ মৃত্যু সজ্জায়। আমি প্রশাসনের কাছে মৌমিতা মেডিকেলের মালিক ডাক্তার মামুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি।


এ বিভাগের আরও সংবাদ